Weather Report: অবশেষে স্বস্তির বৃষ্টি,শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস
ABP Ananda Live: চরম গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি।বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস।কাল ও পরশু ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দিলীপের বিয়ের কথা চাউর হতেই সবার আগে কার্যত সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, 'সূত্রের খবর: আগামী কাল কি রাজ্যের কোনও অবিবাহিত বিজেপি নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপি-রই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা'। সেই সঙ্গে কুণাল আরও লেখেন, 'দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না'।



















