Weather Upadte: সোমবার পঞ্চম দফার ভোট, ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর?
ABP Ananda LIVE: সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন(lok sabha election 2024)। ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির (rain)পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের (south bengal)৭টি লোকসভা কেন্দ্রে।ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? পঞ্চম দফা ভোটের দিন বঙ্গে কি বৃষ্টির ভ্রুকুটি? আলিপুর আবহাওয়া (alipore)দফতর সূত্রে খবর, সোমবার পঞ্চম দফা ভোটের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, '২০ তারিখ পঞ্চম দফা ভোটের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা। এদিকে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।