Weather Update : রাজ্যে শুরু বৃষ্টি, নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা
ABP Ananda LIVE : বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নজর দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি হবে উত্তরেও। আজও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। ৩০ শে মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল; নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।



















