Weather Update: নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটাল, বঙ্গোপসাগরের নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে
ABP Ananda Live: নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৪০- ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে মৎস্যজীবীদের নদী, সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। BDO অফিসে শুকনো খাবার, পানীয় জল, তার্পোলিন মজুত রাখা হয়েছে।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা। কাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। সভার আগে প্রধানমন্ত্রীর কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বড় কাটআউট। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি-সহ ব্যানার, হোর্ডিংও লাগানো হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্রধান রাস্তা বক্সা ফিডার রোড মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতিও চলছে জোরকদমে।

















