West Bengal Assembly: বিধানসভা ভোটের আগে রাজ্য় রাজনীতি পুরোদস্তুর ডুব দিল ধর্মীয় মেরুকরণে ? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একজন বলছেন, এখানে হিন্দু ধর্ম ধ্বংসের দিকে যাচ্ছে। আরেকজন পাল্টা বলছেন, উনি কবে থেকে হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? বিধানসভার ভিতরে এবং বাইরে, মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনেই পরস্পরের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন। প্রশ্ন উঠছে, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য় রাজনীতি পুরোদস্তুর ডুব দিল ধর্মীয় মেরুকরণে? কারণ, শুভেনদু অধিকারীর প্রশ্ন, তৃণমূল সরকার ইমাম-ভাতা দিলেও, কেন পুরোহিত ভাতা দেয় না? পাল্টা, বিভিন্ন মন্দির সংস্কারের খতিয়ান তুলে ধরে বিরোধী দলনেতাকে জবাব দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, "একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো?"
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়ে, তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন কৌস্তভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন 'মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হয়ে বিরোধী দলনেতাকে ভয় দেখাচ্ছেন।' এরপরই তিনি রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ করেছেন।



















