SSC List Controversy : এটা অসম্পূর্ণ লিস্ট...১৮০০জন নয় আরও বেশি হবে : আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য
ABP Ananda LIVE :কারা দাগি ? অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ১৮০৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা (SSC Tainted List) আপলোড করা হয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশ। নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ SSC-র। কমিশন সূত্রে খবর, এটাই চূড়ান্ত তালিকা। এতে নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকদের নাম আছে। এরপর আর কোনও তালিকা প্রকাশিত হবে না বলে কমিশন সূত্রের খবর। এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫২ জন।
বৃহস্পতিবারই এসএসসি-কে সাত দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবার ফের এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। শুরুতেই মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, SSC-র আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় 'দাগি'দেরও পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। অভিযোগ শুনে বিচারপতি বলেন, যদি কোনও 'দাগি' নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়, সেটা আমরা দেখব। 'দাগি'রা কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।




















