Sukanta On Budget : 'তৃণমূলের হার্মাদদের বাড়ি দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে', আক্রমণে সুকান্ত
ABP Ananda LIVE : 'তৃণমূলের হার্মাদদের বাড়ি দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে', আক্রমণে সুকান্ত। 'বাংলার বাড়ি' প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার জন্য ৯,৬০০ কোটি। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন ২৮ লক্ষ উপভোক্তা ।
WB Budget LIVE : কন্যাশ্রী প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি খরচ করে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
'ভোট এলে একরকম কথা বলে কেন্দ্রীয় সরকার'। 'আমাদের বাজেটে আমরা সেরকম কিছু করিনা'। 'আমাদের রাজস্ব থেকে আমরা বাজেট বরাদ্দ করি' । 'সব কর তুলে নিয়ে যায় কেন্দ্র, আমরা কিছু পাই না'। 'গ্রামীণ বাড়ি বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তাও আমরা করছি' । '১০০ দিন থেকে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র' । 'সীমিত সাধ্যে ২৮ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধে' । আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না: মুখ্যমন্ত্রী । 'রাজ্যপাল তাঁর ভাষণে ঐক্যশ্রী প্রকল্পের কথা বলেছিলেন' । 'মার্চের মধ্যে ৪৫ লক্ষই এই প্রকল্পের সুবিধে পেয়ে যাবে' । 'অন্য রাজ্য আমাদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নকল করেছে' । আমরা বাজেটে যে কথা দিন, তা পূরণ করি: মুখ্যমন্ত্রী । 'আরও কর্মসংস্থান তৈরি করাটাই আমাদের লক্ষ্য' । 'এবার আমরা সাড়ে ৪ লক্ষ কোটি টাকার শিল্প প্রস্তাব পেয়েছি', মন্তব্য মমতার


















