WB News: দত্তপুকুর হত্যাকাণ্ডে অবশেষে হল রহস্যের কিনারা
ABP Ananda Live: দত্তপুকুর হত্যাকাণ্ডে অবশেষে কাটা মাথার হদিশ। ১৫ দিন বামনগাছির পুকুরে মিলল কাটা মাথা। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ পুলিশের। পুনর্নির্মাণের সময় খোঁজ মিলল কাটামুণ্ডুর।
রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণে বার বার উঠে এসেছে অতীত। সংসদে কাগজ ছোড়া থেকে বিধানসভা ভাঙচুরের ঘটনায় বার বার আঙুল উঠেছে তাঁর দিকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবার সেই নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন সংসদে কাগজ :ছিঁড়েছিলেন, জানালেন। সেই সঙ্গে জানালেন, দল উত্তেজিত হয়ে পড়েছিল বটে। কিন্তু তিনি নিজে কোনও আসবাব ভাঙচুর করেননি।
বাংলায় রামমন্দিরকে মাথায় রেখে রথযাত্রা। ৩০ মার্চ থেকে বাংলায় রথযাত্রা কর্মসূচি। মুর্শিদাবাদের রামমন্দিরকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন। বঙ্গীয় রাম সেবক পরিষদের তরফে এই কর্মসূচির ঘোষণা। প্রায় ১ মাস ধরে রথযাত্রা, শুরু। ঝাড়গ্রামে, শেষ কোচবিহারে রথযাত্রার পাশাপাশি হবে কর সেবাও। বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে ইট, বালি, অর্থ। ৩০ মার্চ থেকে বাংলায় শ্রী রামরাজ্যে সংকল্প বিজয় যাত্রা।



















