Madhyamgram News: মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে উদ্ধার হত্যায় ব্যবহৃত অস্ত্র
ABP Ananda LIVE: মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে উদ্ধার মহিলা খুনে ব্যবহৃত বঁটি ও হাতুড়ি । হত্যাকাণ্ডে ধৃত মা ও মেয়েকে নিয়ে হত্যাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ । ধৃতরা জানায় বাড়ির সামনেই পুকুরে ফেলা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র । মধ্যমগ্রামের যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন, তার সামনের পুকুরে ডুবুরি নামানো হয়। পুকুরে তল্লাশি চালিয়ে মেলে খুনে ব্যবহৃত বঁটি ও হাতুড়ি
হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, 'মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই..'!
হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার প্রসূন দে। ট্যাংরায় ৩ জনকে খুন কে ? আগেই লালবাজার সূত্রে মিলেছিল খবর, যে হাসপাতাল থেকে ছাড়া হলেই করা হতে পারে গ্রেফতার। গতকাল NRS থেকে ছাড়া হতেই, প্রসূণকে নিয়ে যাওয়া হয়, ট্যাংরা থানায়। গতকাল করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। অবশেষে এবার গ্রেফতার প্রসূন দে। স্ত্রী-মেয়ে-বৌদিকে খুনের অভিযোগ, ৬ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে প্রসূন।আইনজীবী রাখতে চান না বলে শিয়ালদা কোর্টে জানালেন প্রসূন দে।



















