TMC News: রাজ্যসভায় প্রার্থী হলেন ঋতব্রত, কী বর্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
ABP Ananda Live: 'এই স্বীকৃতির যোগ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলে অক্লান্ত পরিশ্রম, মজবুত করেছেন সংগঠন। সময় লাগলেও নিষ্ঠা, কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়া যায়', ঋতব্রতকে রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে পোস্ট অভিষেকের।
আরও খবর, স্কুলের মধ্যেই মানসিক নির্যাতন, ফেসবুক লাইভে এই অভিযোগ করে আত্মঘাতী হলেন দক্ষিণেশ্বরের শিক্ষিকা। ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। স্কুল পরিচালক কমিটি ও প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই। পতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্তদের।
সীমান্তের ওপারে হিন্দুদের উপর হামলা, এপারে সীমান্তে অনুপ্রবেশ। বাংলাদেশে অশান্তি, ফের সক্রিয় গরু, জাল নোট পাচারকারীরা। জলপাইগুড়ির পর এবার কোচবিহার, ফের অনুপ্রবেশের চেষ্টা। কোচবিহারের মদনাকুড়ায় সীমান্ত পেরিয়ে গরু পাচারের চেষ্টা। ভারতে ঢোকার চেষ্টা, বাধা দিলে বিএসএফের উপরেই হামলা। সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিরোধ, রবার বুলেটে এক পাচারকারী আহত। জলপাইগুড়িতেও বিএসএফের উপর হামলা, গুলিতে পাচারকারীর মৃত্যু।