Kasba TMC News: কসবায় দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে বোমাবাজি-গুলি চলার অভিযোগ
দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ উঠল কসবায়। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছেন দলের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। যদিও হামলা যোগ অস্বীকার করে বাড়িওয়ালা ভাড়াটের মধ্য়ে গন্ডগোল বলে পাল্টা দাবি করেছেন লিপিকা মান্না।
তৃণমূল নেতা সুশান্ত ঘোষ বলেন, 'বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয় এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের কোনও সম্পর্ক রাখা যাবে না, সুশান্ত ঘোষের কোনও যোগাযোগ রাখা যাবে না। তাহলে পরিণতি এরকম হবে। সরাসরি কাউন্সিলরের লোকজন বলে বেড়াচ্ছে যাদেরকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নির্বাচন করেছে।'

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
