TMC Worker With Gun: বাগদার বুথে অস্ত্র হাতে তৃণমূলকর্মী, ছবি দেখিয়ে দাবি বিজেপির
ABP Ananda Live: বাগদার বুথে অস্ত্র হাতে তৃণমূলকর্মী, ছবি দেখিয়ে দাবি বিজেপির। অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে তৃণমূলকর্মী, অভিযোগ বিজেপির। বাগদার মালিপোতা স্কুলে ১৯৩ নম্বর বুথের অস্ত্র হাতে তৃণমূলকর্মী। অস্ত্র হাতে ফেসবুকে ছবি পোস্ট তৃণমূলকর্মীর, দাবি বিজেপির। বাগদা উপনির্বাচনে ভয় দেখিয়ে বুথ জ্যামের অভিযোগ বিজেপির।
আরও খবর
কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে দিতে হবে কাটমানি। আর তা না দেওয়াতেই দেড় বছর ধরে হয়রানির অভিযোগ তুললেন ক্লাস ইলেভেনের এক ছাত্রী। মালদার রতুয়ার এই ঘটনায় অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের এক কর্মীর বিরুদ্ধে। পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন স্থানীয় বিডিও। আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আগামী ২-৩ মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত ২ হাজার বেসরকারি বাস। কারণ, আদালতের নির্দেশ, ১৫ বছরের পুরনো বাস বাতিল করতে হবে। ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহণ দফতরের আশঙ্কা, পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনও কোনও রুট বাস শূন্য হয়ে যাবে।