Bankura News: টিউশন ফেরত আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুরে
ABP Ananda Live: টিউশন ফেরত আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি থেকে কিছুটা দূরে পড়তে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী। বান্ধবীর সঙ্গে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে, এক যুবক তাদের ধাওয়া করে। এরপর অন্ধকারের মধ্যে আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টাও করে ওই যুবক। বান্ধবীরাই ছাত্রীকে উদ্ধার করে টিউশন শিক্ষকের কাছে ফিরে যায়। তিনি ফোন করে ছাত্রীর বাড়িতে খবর দেন। অভিযুক্তের বাড়ি তালাবন্ধ থাকায় নির্যাতিতার পরিবারকে নিয়ে গ্রামবাসীরা হাজির হন কোতুলপুর থানায়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
আরও খবর, আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। জানা যাবে নতুন কোনও নাম? তদন্তই বা কতদূর? কী থাকবে CBI-এর স্টেটাস রিপোর্টে? অপেক্ষায় সবাই।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)