Junior Doctor Protest:জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জের,রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে রদবদল।ABP Ananda Live
শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থ-কেই নয়। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক রদবদল করল সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে।
জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরাতে হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (DHS) দেবাশিস হালদারকে। সরানো হল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (DME) কৌস্তভ নায়েককেও। একমাত্র স্বাস্থ্য় সচিবকে সরাল না সরকার। তবে তার জন্য়ও যে আন্দোলনকারীদের প্রবল চাপ ছিল, তা স্পষ্ট হয়ে গেল খোদ মুখ্য়মন্ত্রীর কথা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তিনটে নাম দিয়েছিল দফতর থেকে, একটা DME, একটা DHS, আর একটা স্বাস্থ্যসচিব। আমরা ওদের বোঝালাম যে, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায়, তাহলে প্রশাসনটা চলবে কী করে? সুতরাং আমরা ওঁদের কথা মতো DME এবং DHS-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।''