WB News: মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ
ABP Ananda Live: মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। পুরসভার স্ব্যাস্থ দফতরের পাঁচজনকে শোকজ করার অভিযোগ। তিনদিনের মধ্যেই শোকজের জবাব তলব।
আরও খবর, 'আর জি করকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে'। '৫টি DVR ও ৫টি HARD DISC পরীক্ষার জন্য পাঠানো হয়েছে'। 'সঞ্জয়ের বিরুদ্ধে কিছু তথ্যপ্রমাণ ছিল, চার্জশিটে সেগুলিই দেওয়া হয়েছে'। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় আদালতে সওয়াল সিবিআইয়ের। আদালতে জামিনের আবেদন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। 'ধর্ষণ-খুন নয়, তথ্য নষ্টের সম্ভাবনায় গ্রেফতার'। '৬৫ দিন অতিক্রান্ত, চার্জশিটে অভিজিৎ মণ্ডলের নাম নেই'। 'সিবিআই বলছে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, নাও হতে পারে'। আদালতে পাল্টা সওয়াল টালা থানার প্রাক্তন ওসির আইনজীবীর। জামিনের আবেদন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। 'তদন্ত করছে সিবিআই, আলাদা এফআইআর হলে জামিনযোগ্য হত, কিন্তু একটিই এফআইআর হয়েছে', মন্তব্য বিচারকের।