WB News: মেডিক্যাল কাউন্সিলে অভীকের প্রত্যাবর্তন! প্রতিবাদে মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর বিক্ষোভ
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের ৪ মাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন হল সেই অভীক দে-র। বিরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে এদিন দাবি করে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস। যদিও, এনিয়ে রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সভাপতি ও সহ সভাপতির মত ভিন্ন। প্রতিবাদে রাতভর রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সামনে অবস্থানে বসেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
আরও খবর, বাংলাদেশ ইস্য়ুতে আজ বিধানসভায় মুখ্য়মন্ত্রী বলেছেন, ''এই রকমভাবে যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুক। সেই লোকেরা ফিরে এলে, আমাদের খাওয়ার কোনও অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। আমরা যদি আধখানা রুটি খাই, আমরা তাদেরও আধখানা রুটি দিতে পারি।'' আর মুখ্য়মন্ত্রীর এই মন্তব্য়কে হাতিয়ার করেই রোহিঙ্গা ইস্য়ু খুঁচিয়ে তুলেছে বিজেপি। এদিকে, BSF-এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশে অশান্তি শুরুর পর থেকেই, সীমান্তে সংখ্য়ালঘুদের ভিড় বাড়ছে, তবে সরকারের সিদ্ধান্ত মতো ওপার থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না।