TMC News : মঞ্চ নিয়ে সেনার সঙ্গে তৃণমূলের সংঘাত, ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের প্রতিনিধি দল
ABP Ananda LIVE: মঞ্চ নিয়ে সেনার সঙ্গে তৃণমূলের সংঘাত, মেয়ো রোডে মুখ্যমন্ত্রী। তৃণমূলের মঞ্চ নিয়ে সংঘাতের মধ্যেই হঠাৎ হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের প্রতিনিধি দল, রয়েছেন অরূপ বিশ্বাস থেকে ফিরহাদ হাকিম
করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে 'আটকানোর চেষ্টা'
করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে 'আটকানোর চেষ্টা'। চাকরিহারা শিক্ষককে শেষ পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। এর আগে আজ সকালে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের পাড়ায় পুলিশের 'হানা'। ব্যান্ডেলের বাড়ির আশেপাশে দেখা গিয়েছে পুলিশকে, অভিযোগ সুমন বিশ্বাসের ভাইয়ের। গতকাল রাতেই কলকাতায় রওনা দিয়েছেন চাকরিহারা শিক্ষক, দাবি পরিবারের। গত ১৮ অগাস্টও SSC অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। 'করুণাময়ী যাওয়ার পথে চাকরিহারা শিক্ষককে আটক করে মগরা থানায় নিয়ে যাওয়া হয়। বিকেলে সুমন বিশ্বাসকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনার পর চাকরিহারা শিক্ষকের বাড়িতে CC ক্যামেরা লাগানো হয়', সেই কারণেই পুলিশ এদিন বাড়িতে ঢোকেনি, মন্তব্য সুমন বিশ্বাসের ভাইয়ের।



















