![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC News: এবার শাসক দলের নেতার বিরোধীদের দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি!
ABP Ananda Live: উপ নির্বাচনের ফলপ্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি! বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার।
আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।
![Bangladesh News: পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/f3c041abd9941275298b57914c56e2521735104811628967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bangladesh News: কীভাবে ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গির ? কোন নথি জমা করা হয়েছিল ? রিপোর্ট তলব | ABP ANANDA LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/1917e5ee281e8fbff2d0dc4d7b6d43951735103334827894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News: ধর্নার দিন আরও বাড়াতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/592dc29a3360e69f60d8b7fbce6898961735102696752894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari: 'মৎস্যজীবীদের সঙ্গে মিশে ক্যানিং, বারুইপুর হয়ে ভারতে ঢুকে পড়ছে জঙ্গি', অভিযোগ শুভেন্দুর | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/928427f77563c0e3a2fe846710db52971735101322030894_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari: শুভেন্দুর ওপর হামলার দায়িত্ব ৩ জন বাংলাদেশি দুষ্কৃতীকে ! দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/c342df979cb254a0733fd75d27ab9e691735100457777894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)