West Bengal News: পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও 'সংঘাত'! কীভাবে? ABP Ananda Live
West Bengal News: পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও 'সংঘাত'। বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনেও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্য দান করে পশ্চিমবঙ্গ দিবস পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবছরই রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি।
অন্য়দিকে, ভোটের টাকা কোথায় গেল? হিসাব চেয়ে অঞ্চল তৃণমূল সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোণা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য। তৃণমূল কর্মীদের অভিযোগ, ভোট খরচের জন্য দলের দেওয়া টাকা বুথ পর্যন্ত পৌঁছয়নি। দলের ব্লক সভাপতির মদতে ঘটেছে গোটা ঘটনা, পাল্টা অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতির। টাকা ওঁর কাছেই পৌঁছেছে, উনি সঠিক জায়গায় খরচ করেনি, দাবি ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের