WBNews:বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা!সমাজে নিন্দার ঝড়
ABP Ananda Live: পশ্চিমবঙ্গের সরকারি বইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্য়া দেওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক। এনিয়ে বিদ্বজ্জনদের মধ্য়েও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবিপি আনন্দে এনিয়ে মুখ খুলেছেন সাহিত্য়িক শীর্ষেন্দু মুখোপাধ্যায় শিক্ষাবিদ পবিত্র সরকার, শিক্ষাবিদ চিন্ময় গুহ, মীরাতুন নাহার, শিল্পী সমীর আইচ এবং ইতিহাসবিদ ও প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী।
'জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কী করে ? কেন ইনটেলিজেন্স বারবার ফেল করছে? '
পহেলগাঁওকাণ্ডে গোয়েন্দা ব্য়র্থতার অভিযোগ তুলতে গিয়ে, বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তার প্রসঙ্গ টেনে আনল তৃণমূল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও প্রশ্ন তোলেন, এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এল কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগের প্রসঙ্গ!কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান।মোদি সরকারকে খোঁচা দিলেন মুখ্য়মন্ত্রী। বর্ডার পেরিয়ে পহেলগাঁওয়ে কীভাবে ঢুকে পড়ল জঙ্গিরা? সেনিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন আগে থেকে হামলার খবর ছিল না গোয়েন্দাদের কাছে? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী।


















