Saline Controversy: স্যালাইনকাণ্ডে শুরু হল CID তদন্ত, এই তদন্তের গতিমুখ কী হবে?
ABP Ananda Live: স্যালাইনকাণ্ডে শুরু হল CID তদন্ত। আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যায় CID-র টিম। যদিও প্রশ্ন উঠছে, এই তদন্তের গতিমুখ কী হবে? শুধু নির্দিষ্ট কয়েকজনই কি তদন্তের আওতায় আসবে, নাকি স্য়ালাইন এবং প্রস্তুতকারী সংস্থাকেও তদন্তের আওতায় আনা হবে? আসল ঘটনা ধামাচাপা দিয়ে, কোনও প্রভাবশালীকে আড়াল করা হবে না তো?
বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে, কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে?
এদিকে, বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে, কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে? গার্ডেনরিচ বিপর্যয়ের পর, প্রশ্নটাকে আরও জোরাল করল, বাঘাযতীনের ঘটনা। ভরদুপুরে জনবহুল এলাকায় ভেঙে পড়ল চারতলা আবাসন! অভিযোগ, প্রায় এগারো বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুজিয়ে তৈরি হয়েছিল। তিনতলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় চারতলা!



















