SSC Scam Verdict: নিয়োগ বাতিলের রায়ের পরে কী হবে যোগ্য প্রার্থীদের? চিন্তার কারণ কী আছে? ABP Ananda Live
ভোটের মধ্যেই ধাক্কা রাজ্যের, একসঙ্গে ২৬ হাজার চাকরি বাতিল (SSC Scam Verdict)। ২০১৬-র সমস্ত নিয়োগের পুরো প্যানেলই বাতিল করল হাইকোর্ট। কী হবে যোগ্য প্রার্থীদের? হাইকোর্টের রায়ের পরে এই বিষয়টিই এখন আলোচনা চলছে। ২৩ লক্ষ ওএমআর শিটের সবার নম্বর এসএসসি-এর সার্ভারে রয়েছে। পুনর্মূল্যায়নের প্রক্রিয়া ফের শুরু হবে। যোগ্য প্রার্থীরা একই জায়গা থেকে শুরু করবেন। অন্যদিকে বিতর্কিত অযোগ্য চাকরিপ্রাপকদের আগে বাদ দেওয়া হবে। ফলে শূন্য়পদের জন্য ওই ওএমআর শিটের এবং বাকি পরীক্ষার নম্বর থেকে ফের প্যানেল তৈরি হবে। আইনজীবীদের ব্য়াখ্যা এই যোগ্য ব্যক্তিদের চিন্তার কারণ নেই। আর যারা আন্দোলন করছেন, তাঁদের ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। সব নম্বরের ভিত্তিতে একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ওএমআর শিট মূল্যায়ন করে পরে প্য়ানেল তৈরি হবে। সেই প্যানেলে যোগ্য ব্যক্তিরা যেমন থাকবেনই, তেমনই অযোগ্যদের বাদ যাওয়ার কারণে নতুন করে অনেকেরই জায়গা হতে পারে। আইনজীবীদের মতে, যোগ্য প্রার্থীদের চিন্তার কারণ নেই।