Cyclone Remal: ধেয়ে আসছে রেমাল! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা? ABP Ananda Live
Weather Update: ষষ্ঠ দফার ভোটের মধ্যেই এবার ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) চোখরাঙানি। ক্যানিং থেকে এই মুহর্তে ৮১০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহবিদদের অনুমান, রবিবার সকালে সেটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে। রেমালের প্রভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার উপকূলবর্তী ৩ জেলাতেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস । সোমবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রবিবার হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রামের সঙ্গে কলকাতাতেও কমলা সতর্কতা । ঘূর্ণিঝড়ের প্রভাবে কাল ভোর থেকেই উত্তাল হতে পারে সমুদ্র । মৎস্যজীবীদের আজকের মধ্যেই ফিরে আসার নির্দেশ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরুর সম্ভাবনা।