West Medinipur: সমবায় সমিতির নির্বাচন ঘিরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তুমুল উত্তেজনা
ABP Ananda LIVE: সমবায় সমিতির নির্বাচন (cooperative election)ঘিরে পশ্চিম মেদিনীপুরের (west medinipur)দাসপুরে তুমুল উত্তেজনা। বহিরাগতদের এনে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমবায় মঞ্চ বাঁচাও কমিটির সদস্যদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। মাথা ফাটল সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীর। নামানো হল র্যাফ, এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার প্রোমোটার। মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তৃণমূলকর্মীর তাণ্ডব। মধ্যরাতে হামলা, প্রোমোটারকে এলোপাথাড়ি মার, অফিস ভেঙে চুরমার। খবর সম্প্রচারের পরেই ২জন গ্রেফতার। গ্রেফতার জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানু। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনও অধরা। কাশীপুরে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ'। টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ। । মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এই ব্যক্তি জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত রানা, দাবি আক্রান্তের। ভর্তি বিতর্কে অবশেষে কাটল জট। সোমবারই সম্ভবত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। আগামী ১৫ জুলাই, সোমবার দুপুর ৩টে থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাউন্সেলিং শুরু হচ্ছে। ইতিহাসে পিএইচডি করার কথা অর্ণবের। ইতিহাসে পিএইডি-র পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। তাঁর ভর্তি নিয়ে টানাপোড়েন চলছিল গত কয়েক দিন ধরেই।