Mamata Banerjee: বিদেশের মাটিতে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভ । কী বক্তব্য় SFI-এর ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিদেশের মাটিতে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভ, কিন্তু নেপথ্য়ে কারা? সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা এই ঘটনার দায় স্বীকার করেছে। SFI-এর বক্তব্য়, মুখ্য়মন্ত্রী একটার পর একটা মিথ্য়ে কথা বলে পার পেয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু SFI কোথাও, কোনও অবস্থাতেই পার পেতে দেবে না। পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ, অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকেই এই ধরনের ঘটনা।
আরও খবর...
টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা, কাঁড়ি কাঁড়ি টাকার হদিশ ! সল্টলেকের বেআইনি কল সেন্টারে বিধাননগর পুলিশের অভিযান । বেআইনি কল সেন্টারে পুলিশের তল্লাশি, ৩ কোটি ৭০ লক্ষের হদিশ ! গোপন কুঠুরিতে ট্রলি ব্যাগে রাখা টাকার পাহাড়, উদ্ধার করল পুলিশ !
বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর সাজা ঘোষণা। ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ আদালতের। বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তা-র ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ। বাকি ১২ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। জামিনের আবেদন জানাবে কাকলির গুপ্ত তা-র আইনজীবী। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রায়ানের তৃণমূল নেতা জীবনকৃষ্ণ পালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত-কে। গ্রেফতার করা হয় বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্যক।


















