14 November Morning Headlines: কেন ব্যবস্থা নয় অখিল গিরির বিরুদ্ধে ? গ্রেফতারির দাবিতে রাজ্য সরকারকে প্রশ্ন বিরোধীদের
দেশের সাংবিধানিক প্রধানকে রাজ্যের মন্ত্রীর কুরুচিকর মন্তব্য। ৪৮ ঘণ্টা পরেও কেন ব্যবস্থা নয় অখিল গিরির বিরুদ্ধে ? গ্রেফতারির দাবিতে রাজ্য সরকারকে প্রশ্ন বিরোধীদের।
অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল রাজ্য। বাঁকুড়ার খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। পাটুলি থেকে পানাগড়, মন্ত্রীর ইস্তফার দাবি জানিয়ে বিক্ষোভ বিজেপির।
রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা। মন্তব্যের সময় হাজির থাকলেও কেন প্রতিবাদ করেননি ? শশী পাঁজাকে প্রশ্ন বিরোধীদের। থামতে বলেছিলাম। প্রতিক্রিয়া শশীর।
অখিল গিরির মন্তব্যকে সমর্থন করি না, প্রতিক্রিয়া মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ও বীরবাহা হাঁসদার। দলের বক্তব্য নয়, প্রতিক্রিয়া শশীর। অখিলকে নিয়ে সিদ্ধান্ত নেবে দল, প্রতিক্রিয়া সুদীপের।


















