Ananda Siksha Samman: এগিয়ে যাওয়া আলোর পথে I এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৫, পর্ব ২
ABP Ananda LIVE : এবিপি আনন্দ শিক্ষা সম্মান,এমন একটি মঞ্চ যেখানে আমরা কুর্নিশ জানাই তাদের, যাঁরা আক্ষরিক অর্থেই ভবিষতের ভিত গড়ে চলেছেন।যাদের হাতে গড়ে ওঠে সমাজ।গড়ে ওঠে সভ্যতা ও আগামী প্রজন্মের মেরুদণ্ড, তারা হলেন আমাদের শিক্ষক সমাজ।এবিপি আনন্দ শিক্ষা সম্মান শুধু একটি অনুষ্ঠান নয়,এটি একটি সম্মান। আর এই সম্মানেই সমগ্র শিক্ষকসমাজের উদ্দেশে বলতে পারি, শিক্ষকদের কারণে আমরা এগোতে পারি আলোর পথে ।
আরও খবর...
কাচের বোতলেই বেশি মাইক্রোপ্লাস্টিক, শরীরে বিষ ঢুকছে পানীয় থেকে, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
জলের সঙ্গে শরীরে মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়ার ঝুঁকি রয়েছে। তাই সময়ের সঙ্গে প্লাস্টিক বোতলের ব্যবহার কমেছে। ধাতব বোতল ব্য়বহার করেন কেউ, কেউ আবার ভরসা করেন কাচের বোতলকে। কিন্তু এবার কাচের বোতলে বন্দি পানীয় নিয়েও চাঞ্চল্যকর তথ্য় সামনে এল। কাচের বোতলে বন্দি জল, সোডা, বিয়ার এবং ওয়াইনে প্লাস্টিক বোতলের চেয়েও বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে বলে জানা গেল। (Science News)।






















