NEET UG 2024 Controversy: ডাক্তারি ভর্তিতে অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল ঘিরে দেশজুড়ে বিতর্ক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম একসঙ্গে ৬৭ জন। ডাক্তারি ভর্তিতে অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল ঘিরে দেশজুড়ে বিতর্ক। খতিয়ে দেখবে কমিটি, জানাল এনটিএ।NEET বিতর্কে কমিটি গঠন
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, National Elegibility cum Entrance Test Undergraduate-এ (NEET) অনিয়মের অভিযোগ। প্রশ্নপত্র ফাঁস থেকে নম্বর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সেই নিয়ে বিশেষ কমিটি গঠন হল কেন্দ্রে। রাত পোহালেই কেন্দ্রে তৃতীয় নরেন্দ্র মোদি সরকার গঠন হতে চলেছে, তার আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, আবারও NEET নেওয়া হবে কি না, সেই নিয়ে সিদ্ধান্তগ্রহণের জন্য বিশেষ কমিটি গড়া হয়েছে। (NEET UG 2024 Controversy)
NEET নিয়ে যে ভূরি ভূরি অভিযোগ সামনে আসছে, শনিবার সেই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে উচ্চশিক্ষা বিভাগের সচিব কে সঞ্জয় মূর্তি জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই NEET নেওয়া হয়েছিল। কোথাও কোনও আপস করা হয়নি। কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার যে দাবি উঠছে, সেই দাবি কি মানবে National TEsting Agency, উঠছে প্রশ্ন। (NEET Controversy)