এক্সপ্লোর
Success Story: মা ক্যানসারে আক্রান্ত, প্রস্তুতি থামেনি; ৬ বার ব্যর্থ হয়েও কীভাবে সফল IAS পল্লবী ?
IAS Pallavi Verma Success Story: সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে রেখে একনিষ্ঠ হয়ে প্রস্তুতি নিলে এবং ব্যর্থতা এলেও হাল না ছাড়লে তবেই এই কাঙ্ক্ষিত সাফল্য আসে। এমনই কাহিনি পল্লবী বর্মারও।

আইএএস পল্লবী বর্মার সাফল্যের কাহিনি অনুপ্রাণিত করবে
1/10

সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কোনো সহজ কাজ নয়। অনেক কঠিন পরিশ্রম আর অধ্যবসায় থাকলে তবেই মেলে সাফল্য।
2/10

সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে রেখে একনিষ্ঠ হয়ে প্রস্তুতি নিলে এবং ব্যর্থতা এলেও হাল না ছাড়লে তবেই এই কাঙ্ক্ষিত সাফল্য আসে।
3/10

এমনই কাহিনি পল্লবী বর্মারও। ২০২০ সালে ইউপিএসসি পরীক্ষায় ৩৪০ র্যাঙ্ক অর্জন করে উত্তীর্ণ হন পল্লবী।
4/10

কিন্তু এই উজ্জ্বল দিনটি আসতে আগে কেটে গিয়েছে সাত সাতটি কঠিন বছর। ৬ বার ব্যর্থ হয়েছেন পল্লবী, তবু হাল ছাড়েননি।
5/10

ইন্দোরের মেয়ে পল্লবী বায়োটেকনোলজি নিয়ে স্নাতক উত্তীর্ণ হন তিনি, তাঁর পরিবারে তিনিই প্রথম মেয়ে যে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছে।
6/10

এরপরে ১০-১১ মাসের জন্য চেন্নাইতে একজন সফটওয়্যার টেস্টার হিসেবে কাজ করতে থাকেন পল্লবী। তারপর ২০১৩ সালে শুরু হয় সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি।
7/10

২০১৩ থেকে ২০২০ একটি পরীক্ষাও বাদ দেননি তিনি। প্রথম তিনবারে প্রিলিমসেই ব্যর্থ হন তিনি। এমনকী তিনবার ইন্টারভিউতে গিয়েও শিকে ছেঁড়েনি।
8/10

তবে ২০২০ সালে সপ্তমবারের চেষ্টায় সারা দেশের মধ্যে ৩৪০ র্যাঙ্ক অর্জন করে তিনি সফলভাবে আইএএস হয়ে ওঠেন।
9/10

আর পরীক্ষার প্রস্তুতির সময় তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ে। মাকে এভাবে দেখে কোনো সন্তানের পক্ষেই মানসিকভাবে ঠিক থাকা সম্ভব ছিল না।
10/10

কিন্তু অসীম মনোবলে পল্লবী নিজেকে ঠিক রেখে মায়ের চিকিৎসা সামলেও প্রস্তুতি চালিয়ে গিয়েছেন, মায়ের সেবা-যত্নও করেছেন। বারবার ব্যর্থতার কারণে আত্মীয়দের থেকেও বহু বিদ্রুপ শুনতে হয়েছে তাঁকে। কিন্তু দমে যাননি তিনি, নিজের ভিতরে জেদটাকে হেরে যেতে দেননি পল্লবী।
Published at : 29 Dec 2024 01:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
