'সকালে কলাপাতার সঙ্গে দোস্তি, রাতে ফাইভস্টারে বসে মস্তি', নাম না করে JP Nadda-কে আক্রমণ Abhishek Banerjee-র
আজ ঠাকুরনগরে জনসভা করেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, "দুই দিন আগে আমার হেলিপ্য়াডে জল ঢেলেছিল। আমি যাতে আসতে না পারি তার চক্রান্ত হয়েছিল। আমি বাংলার ভূমিপুত্র, বহিরাগত নই। টিকাকরণ প্রক্রিয়া শেষ হতে ৯ বছর লাগবে। তারপর আপনাদের নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে। প্রত্যেক মতুয়াদের ভোটার কার্ড, আধার কার্ড আছে। আলাদা করে বিজেপি কী করে নাগরিকত্ব দেবে? এই মানুষগুলো অবৈধ হলে নরেন্দ্র মোদি অবৈধ। আগামীদিন ওদের বাড়া ভাতে ছাই পড়তে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। অমিত শাহ (Amit Shah) দিল্লি থেকে এসে বাংলা দখল করবে বলছেন। ২৫০-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। দুই বছর অন্তর হেলিকপ্টারে আসছে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনার বাংলা তো বাংলাদেশের স্লোগান? তুমি সোনার উত্তরপ্রদেশ তৈরি করতে পারোনি কেন? সোনার হরিয়ানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ হয়নি কেন? বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। জোর করে চাপিয়ে দেওয়া রাজনীতি চলবে না। আয়ুষ্মান ভারত ১ কোটি ১২ লক্ষ মানুষের জন্য। অথচ স্বাস্থ্য়সাথী বাংলার সবার জন্য। আপনার বাড়িতে স্কুটার, স্মার্ট ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ আটকাতে পারেনি কেন?"