এক্সপ্লোর
Panchayat Election: ভোট সন্ত্রাসের বলি আরও এক, দেগঙ্গায় বোমা মেরে একাদশ শ্রেণির ছাত্রকে খুন
WB Panchayat Election : ভোট সন্ত্রাসের (Violence ) হাত থেকে রেহাই নেই স্কুল ছাত্রেরও!। দেগঙ্গায় (Deganga) বোমা মেরে একাদশ শ্রেণির ছাত্রকে খুন । ২৬দিনে পঞ্চায়েত ভোট সন্ত্রাসে প্রাণ গেল ১৬জনের! । কর্মিসভা থেকে ফেরার সময় তৃণমূল (TMC) কর্মীদের উপর বোমাবাজি। বোমার আঘাতে তৃণমূল সমর্থকের একাদশ শ্রেণির পড়ুয়া ছেলের মৃত্যু। হামলার অভিযোগ সিপিএম (CPM)-আইএসএফ (ISF) সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। ছাত্র খুনের প্রতিবাদে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে আগুন। গুলি চালানোর অভিযোগ অস্বীকার পুলিশের, ৫জন গ্রেফতার ভোট সন্ত্রাসকে ডিজির 'ছোট ছোট ঘটনা' বলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের খুন!
আরও দেখুন






















