এক্সপ্লোর
Corona: ভোটের ব্যস্ততার আড়ালে আরও ভয়াবহ করোনা, রাজ্যে একদিনে আক্রান্ত ৪,৩৯৮
ভোট উৎসব ঘিরে চারদিকে বাঁধনছাড়া উচ্ছাস। মহামারীর আবহে ভিড় যখন ব্রাত্য, তখন ভিড় দেখানোর প্রতিযোগিতায় সামিল সব রাজনৈতিক দল। এই জন আস্ফালনের মধ্যেই নীরবে ঘটে চলেছে করোনার বিস্ফোরণ। রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে করোনা। স্বাস্থ্য দফতরের ১১ এপ্রিলের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪ হাজার ৩৯৮ জন। শনিবার সংখ্যাাটা ছিল ৪ হাজার ৪৩। এর আগে বাংলায় দৈনিক সংক্রমণ চার হাজারের গণ্ডি ছাড়িয়েছিল গত ২৬ অক্টোবর।
আরও দেখুন






















