Covid Updates: আতঙ্ক বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, কমিশনের হলফনামা গ্রহণ কলকাতা হাইকোর্টের
করোনা (Corona) পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (Election Commision) হলফনামা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (High Court)। ভোটের প্রচারে মিটিং-মিছিল বন্ধের বিষয়ে এই হলফনামা পেশ করেছে কমিশন। সাধারণ মানুষ যাতে করোনাবিধি মেনে চলেন তার জন্য কমিশনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতি প্রায় জরুরি অবস্থার আকার ধারণ করলেও নির্বাচনী প্রচারে সভা, রোড শো এখনও অব্যাহত রাজ্যে। এই নিয়ে গতকাল নির্বাচন কমিশনকে কার্যত কটাক্ষ করে হাইকোর্ট। এরপর র্যালি, বাইক মিছিল, রোড শো বন্ধ করা এবং জনসভা নিয়ন্ত্রণ করার মতো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় কমিশনের তরফে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।






















