এক্সপ্লোর
Dubrajpur Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, দুবরাজপুরে হাত উড়ে গেল এক ব্যক্তির
বীরভূমের (Birbhum) দুবরাজপুর (Dubrajpur) থানা এলাকার লোবায়, ইটভাটা থেকে উদ্ধার করা হল বোমা বিস্ফোরণে জখম এক ব্যক্তিকে। বিস্ফোরণে ওই ব্যক্তির হাত উড়ে গিয়েছে। আজ সকালে স্থানীয়রা তাঁকে দেখে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত অজয় নদের চরে বোমা বাঁধা হচ্ছিল। কোনওভাবে সেখানে বিস্ফোরণ হয়। আহত অবস্থায় তাঁকে ইটভাটায় ফেলে রেখে পালায় সঙ্গীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও দেখুন






















