Abhishek Banerjee: অর্জুন গড়ে দাঁড়িয়ে অর্জুন সিংহকেই ভিজে বিড়াল বলে কটাক্ষ করলেন অভিষেক
ABP Ananda LIVE: অর্জুন(Arjun Singh) গড়ে দাঁড়িয়ে অর্জুন সিংহকেই ভিজে বিড়াল বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তিনি বলেন, তৃণমূলে খাঁচা বন্দি ছিল, কোথাও অশান্তি করতে দিইনি। পাল্টা, অর্জুন সিং বলেন, অনেকের হিরোগিরি মোদিজি শেষ করেছেন, এরও শেষ হবে। 'আমরা অর্জুন সিংহকে দলে নিয়ে ছিলাম। আপনারা প্রশ্ন করতেই পারেন, তাহলে আপনারা অর্জুন সিংহকে দলে নিলেন কেন, আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিংহর গায়ে যদি বিজেপির জার্সি আর এম পি পদ টা না থাকে অর্জুন সিংহ ভিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দি হয়েছিল, ব্যারাকপুরের কোনও জায়গায় কোনও অশান্তি করতে পারে নি', ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে আক্রমণ অভিষেকের। পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিংহ।






















