Dev: ভোটের দিন হিংসা না করার বার্তা, অনুরাগীদের সঙ্গে সেলফি তুললেন দেব | ABP Ananda LIVE
Lok Sabha Election 2024: কেন্দ্রীয় বাহিনীর(central force) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গোড়াতেই। যত বেলা গড়িয়েছে পুলিশের সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন তিনি। ঘাটালের (ghatal)আনন্দপুরে সাধারণ মানুষের সঙ্গেও বাদানুবাদে জড়ালেন বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়(hiran chatterjee)। হিরণ এসে গোলমাল বাঁধিয়েছেন, ভোটদানে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুললেন সাধারণ মানুষ। পুলিশ আধিকারিকের সঙ্গেও তীব্র বচসা বাধে বিজেপি-র তারকা প্রার্থীর। সেই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থী দেব। তবে বিরোধী দলের প্রার্থীদের আবারও সৌজন্যই দেখিয়েছেন তিনি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন দেব। (Hiran Chatterjee)শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে ঘাটালে। সকাল থেকেই সেখানে সক্রিয় হিরণ। রাতভর কেশপুর, আনন্দপুরে বোমাবাজি হলেও কেন্দ্রীয় বাহিনী ঘুমিয়ে কাটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর পর প্রোটোকল ভেঙে বেশি সংখ্যক গাড়ি নিয়ে এগনোর অভিযোগও ওঠে হিরণের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। সেখান থেকে ঘাটালে সাধারণ মানুষের রোষে পড়েন হিরণ। (Ghatal Constituency) বিজেপি কর্মীরা তিন জনের হাতও ভেঙে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি গতকাল রাতেও গুন্ডাবাহিনী এনে হিরণ এলাকায় দাপিয়ে বেড়ান বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ।