Lok Sabha Election: ঝাড়গ্রামের গড়বেতায় ধুন্ধুমার, আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙচুর এবিপি আনন্দর গাড়ি
ঝাড়গ্রামের গড়বেতায় ধুন্ধুমার। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে মাথা ফাটল প্রার্থীর নিরাপত্তারক্ষীর। আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙচুর এবিপি আনন্দর গাড়ি।
অন্যদিকে, মেদিনীপুরের দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বাঁশ-লাঠি নিয়ে হামলা, আহত বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল গেলে তাঁর কাছে অভিযোগ জানান বিজেপি কর্মীরা। আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালেও যান অগ্নিমিত্রা।






















