Narendra Modi: 'তৃণমূলের একার দুর্নীতি বাম-কংগ্রেসের দুর্নীতি-অত্যাচারের সমান', আক্রমণ মোদির
ABP Ananda LIVE: 'তৃণমূলের(TMC) একার দুর্নীতি বাম-কংগ্রেসের দুর্নীতি-অত্যাচারের সমান'। 'হাওড়ার (Howrah)সব শিল্প বন্ধ করেছে'। 'তৃণমূলে লুঠের দফতর চলছে'। 'গন্ডগোল করাই তৃণমূল নেতাদের কাজ'। 'সরকারের মদতে জমি লুঠ করছে তৃণমূলের গুন্ডারা'। 'দুর্নীতি তৃণমূলের ফুল-টাইম ব্যবসা'। 'INDIA জোটের সব শরিক দুর্নীতিগ্রস্ত'। 'সব দল লুকিয়ে দুর্নীতি করে, তৃণমূল প্রকাশ্যে করে'। 'তৃণমূলের আমলে লটারিতেও দুর্নীতি'। 'কাটমানি দিলে তবেই আবাস যোজনার টাকা দেয় তৃণমূল'। 'দেশের লোককে এরা বহিরাগত বলে, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়'। 'দেশ দেখেছে সন্দেশখালিতে (sandeshkhali)কী হয়েছে'। 'সন্দেশখালির দোষীদের বাঁচাতে মাঠে নেমেছিল তৃণমূল সরকার'। 'তোষণের প্রতিযোগিতা চলছে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে'।






















