Santanu Sen: 'দলকে কুণালের অবদান ভুলে গেলে চলবে না', মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের
ABP Ananda LIVE: পদ, তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের (Kunal Ghosh)পাশে শান্তনু সেন(Santanu Sen)। 'দলকে কুণালের অবদান ভুলে গেলে চলবে না'। কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। 'দল বিড়ম্বনায় পড়লেই আমি ও কুণাল ঘোষ বিরোধীদের আক্রমণ শানিয়েছি'। 'কারও বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁর অবদান শেষ হয়ে যায় না'। 'অরাজনৈতিক মঞ্চে বিরোধীদের সঙ্গে দেখা হতেই পারে'। 'সৌজন্য বিনিময় মানেই, সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা নয়'। কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)