Lok Sabha Election:'পোলিং এজেন্ট এসে আমাকে সপাটে চড় মেরেছে', হাউ হাউ করে কান্নায় ভাঙলেন প্রিসাইডিং অফিসার
ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। এখানে একটাই দল, আমাকে মারা হল, অথচ সরানো হল আমাকেই। ক্ষোভ প্রকাশ করলেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রায় ৩ ঘণ্টা পর ওই বুথে শুরু হল ভোটগ্রহণ। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, ভোট শুরুর আগে তাঁকে মারধর করা হয়। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর কাছে অভিযোগও জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। রিপোর্ট চাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন।






















