এক্সপ্লোর
Ram Navami: ভোটের মুখে রামনবমী, হাওড়ায় কাল বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল
ABP Ananda LIVE: ভোটের (lok sabha election)মুখে রামনবমী, গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও(tmc)। হাওড়ায় (howrah)কাল বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল। হাওড়ার মহাবীরচকে কাল রামনবমী উপলক্ষে তৃণমূলের মিছিল। হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত তৃণমূলের শোভাযাত্রা। কাল যাদবপুর ক্যাম্পাসেও রামনবমী পালন করবে পড়ুয়াদের একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন






















