Lok Sabha Elections 2024: মহিষাদলে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৫। ABP Ananda Live
ABP Ananda Live: ভোটের আগের রাতে তমলুক লোকসভার মহিষাদলে (Mahishadal) খুন তৃণমূল নেতা (TMC Leader) শেখ মইবুল। খুনের ঘটনায় বিজেপির বুথ সভাপতি-সহ গ্রেফতার ৫। মৃত শেখ মইবুল গেঁওখালির বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। তৃণমূলের দাবি, গতরাতে এক দলীয় কর্মীকে নামিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন শেখ মইবুল। অভিযোগ, তখনই শেখ মইবুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর শেখ মইবুলকে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে বুধবার রাতে তমলুক লোকসভার নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী রথীবালা আড়ি খুন হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর ছেলে, নন্দীগ্রামের বিজেপি নেতা সঞ্জয় আড়ি। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।






















