(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Elections 2024: কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়: হিরণ চট্টোপাধ্য়ায়
West Bengal News: সকালে থেকেই ভোটের ময়দানে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্য়ায়। কেশপুরে ভোটপর্বের শুরুর দিকেই একবার বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। ফের একবার সেই কেশপুরেই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন। পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। সেই অবস্থায় নিজের গাড়িতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। হিরণ বলেন, 'কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
কেশপুরের মুগবসান এলাকায় হিরণ চট্টোপাধ্যায়কে 'চোর চোর' স্লোগান ওঠে। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ির সামনেই প্রায় ৫০০ তৃণমূল কর্মীর জটলা তৈরি হয়। বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন। গাছের গুঁড়ি ফেলে আটকানো হয় রাস্তা। খড় ফেলে আগুন জ্বালিয়ে দেন তৃণমূল কর্মীরা। ১০০ দিনের টাকা চাই বলে দাবি জানান উত্তেজিত জনতা। পরিস্থিতির সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। CRPF-এর DIG-র সামনেই চলে তাণ্ডব। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যান হিরণ।