Lok Sabha Elections 2024: স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন! সৌমিত্র খাঁ-র অভিযোগ খারিজ। ABP Ananda Live
ABP Ananda Live: স্ট্রং রুমের CC ক্যামেরা বদল করে EVM বদলানোর ছক কষছিল রাজ্য পুলিশ। বিষ্ণুপুর (Bishnupur) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র অভিযোগ খারিজ করল বাঁকুড়া জেলা প্রশাসন। জানাজানি হয়ে যাওয়ায় পরিকল্পনা বাতিল বলে দাবি করেছে বিজেপি। হারের ভয়ে এই ধরনের মন্তব্য, প্রাক্তন স্বামীকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী।
ভোট-পর্ব শেষ হওয়ার পর স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভাইরাল ভিডিও-য় রাজ্য পুলিশকে নিশানা করেছিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্রর অভিযোগ খারিজ করে এবার এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট করল বাঁকুড়া জেলা প্রশাসন। পোস্টে উল্লেখ করা হয়েছে, EVM ও স্ট্রং রুমের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ওই পোস্ট তথ্যগতভাবে সঠিক নয় এবং বিভ্রান্তিকর।গত ২৫ মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম। সেখানেই রাখা হয়েছে সব EVM। স্ট্রং রুমের ভিতরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি দেখিয়ে বিজেপি প্রার্থী ভিডিও পোস্ট করে দাবি করেন, এই গাড়িতে করেই EVM বদলের ছক কষা হচ্ছিল।