Lok Sabha Elections 2024: সপ্তম দফা ভোটের আগে DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি। ABP Ananda Live
ABP Ananda Live: কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট। DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছচ্ছেন। কাল ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ হবে কাল। যার মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফার নির্বাচনে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।
উল্লেখ্য়, কাল শেষ দফার ভোট। তার আগেই তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। গ্রেফতার ১ আইএসএফ কর্মী। বোমাবাজিতে আহত ৫, খবর পুলিশসূত্রে। অন্য়দিকে, থমথমে ভাঙড়ের ভোগালি। ছড়িয়ে পড়ে আছে ফেটে যাওয়া বোমার অংশ। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরল কেন্দ্রীয় বাহিনী।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)