এক্সপ্লোর
Malda News: 'ভোট ঘোষণার পর কীভাবে শাসকদল সরকারি গেস্ট হাউস ব্যবহার করল?' নির্বাচন কমিশনে নালিশ BJP-র
ABP Ananda LIVE: নালিশ জানাল বিজেপি (bjp)। বৃহস্পতিবার মালদা (malda)জেলা পরিষদের গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক করেন মালদা জেলা তৃণমূলের(tmc) সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। বৈঠকে হাজির ছিলেন মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (prasun banrjee) ও মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। ভোট ঘোষণার পর কীভাবে শাসকদল সরকারি গেস্ট হাউস ব্যবহার করল? এই প্রশ্ন তুলে আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত। তৃণমূল জেলা সভাপতির দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়েই বৈঠক হয়েছে।
নির্বাচন 2025
কী করলে ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস ?ক বিভাগ, খ বিভাগেও পাওয়া যায় পুরো নম্বর? মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট টিপস
আরও দেখুন






















