Mamata Banerjee Rally: এক পা দিয়ে বল মেরে সব ক’টাকে আউট করব: কাঁথিতে মমতা
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ‘জীবনে সুরক্ষা, বাংলায় ঐক্য এবং গুণ্ডারাজ বন্ধ করতে চাইলে তৃণমূল কংগ্রেসে (TMC) ভোট দিন। তপসিলিদের প্রত্যেককে ৬০ বছর বয়সের পর ১ হাজার টাকা করে পেনশন দিচ্ছি। আমরা ঘরে ঘরে খাদ্যসাথীর (Khadya Sathi) রেশন পৌঁছে দেব। স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড দিয়ে ৫ লক্ষ টাকা করে চিকিৎসার খরচা দেওয়া হবে। বাড়ির মহিলার নামে থাকবে এই কার্ড। মা-বোনেরা, গুণ্ডারা এলে হাতা-খুন্তি নিয়ে তাড়া করবেন। গায়ে হাত দিতে এলে দুটো থাপ্পড় দেবেন। ওরা ভেবেছিল আমার পা ভেঙে দিলে আমি আর বেরোতে পারব না। কিন্তু এক পা দিয়ে বল মেরে সব ক’টাকে আউট করে মাঠের বাইরে বের করে দেব। আমার একটা পায়ের সাথে বাংলার মা-বোনেদের দুটো করে পা চলছে। সঙ্কল্প নিতে হবে, বিজেপি হাটাও দেশ বাঁচাও’।






















