Mamata Banerjee: 'অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এত বড় ভাঁওতাবাজ কোথাও দেখিনি', তোপ মমতার। ABP Ananda Live
'অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এত বড় ভাঁওতাবাজ কোথাও দেখিনি। আমাদের প্রশাসকরা ৪৬ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে। আর মোদি এসে বলছেন, তিনি ঝড় সামলে দিয়েছেন। এক টাকা দেননি নরেন্দ্র মোদি (PM Modi), মিথ্যে কথা বলছেন। প্রধানমন্ত্রী এত মিথ্যে বললে, দেশ কী শিখবে!', তোপ মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
দমদম লোকসভায় ভোট বিজেপি-সিপিএমের আঁতাতেরও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, 'দমদম কেন্দ্রে বিজেপি ও সিপিএমের যোগসাজশ হয়েছে। লোকসভায় বিজেপির ভোট সিপিএমে দেওয়ার চক্রান্ত হয়েছে। বিধানসভায় সিপিএমের ভোট যাবে বিজেপিতে।'
২০১৯-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) চলাকালীন, শেষ দফার ভোটগ্রহণের সময়। কেদারনাথ সফরে গিয়ে, সেখানকার গুহায় ধ্য়ানে বসেছিলেন নরেন্দ্র মোদি। সেই ২০১৯-এর পুনরাবৃত্তি এবার হতে চলেছে ২০২৪-এও। শেষ দফার আগে ফের ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে, বুধবার বারুইপুরের সভা থেকে নরেন্দ্র মোদিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণের পাশাপাশি ভোট চলাকালীন আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানানোর কথা বললেন তৃণমূলনেত্রী। মমতার তোপ, 'আর ধ্য়ান করবে তো ক্য়ামেরা নিয়ে কেন? লোকে পুজো করে ক্যামেরার সামনে ছবি তুলে করে? পুজো করলে ছবি তুলে করতে হয়, নাকি সমুদ্রে হাওয়া খেয়ে অক্সিজেন নেবে? আর ৪৮ ঘণ্টা প্রচার চালাবে। ভোটের পর তো প্রচার চলতে পারে না ৩০ তারিখ সন্ধে ৬টার পরে। আমরা অভিযোগ করব। উনি ধ্য়ান করতে পারেন, কিন্তু টিভি দেখাতে পারে না। টিভি দেখাতে পারে না। তার কারণ এটা এটা আর্দশ আচরণবিধি লঙ্ঘন হবে। ১ তারিখে ভোট আছে।'






















