Modi Cabinet 2024: বিজেপির হাতেই সিংহভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রক, দায়িত্ব নিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা
ABP Ananda Live: অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda) থেকে এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক পাওয়ার পর একে একে নিজেদের দফতরে গিয়ে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
বিজেপির হাতেই সিংহভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রক। বিশেষ রদবদল নয় মন্ত্রীদের। শরিকি চাপ সামলে মন্ত্রিসভা গঠনের প্রাথমিক রাউন্ডে জয় মোদির, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ২৪ ও ২৫ জুন শপথ নিতে পারেন নতুন সাংসদরা। ২৪ জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন। ২৬ জুন হতে পারে স্পিকার নির্বাচন। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন জে পি নাড্ডা। এই মাসেই সর্বভারতীয় সভাপতি হিসাবে জে পি নাড্ডার কার্যকাল শেষ হচ্ছে। সেপ্টেম্বরে বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের সম্ভাবনা । তার আগে দুই কেন্দ্রীয় মন্ত্রকের পাশাপাশির দলের দায়িত্বও সামলাবেন জে পি নাড্ডা।
পাশাপাশি, প্রথমবার মন্ত্রী হয়েই জোড়া দায়িত্বে সুকান্ত মজুমদার। শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন সুকান্ত মজুমদার। দায়িত্ব নেওয়ার আগে দিলীপকে প্রণাম করে আশীর্বাদ নিলেন সুকান্ত। মোদির তৃতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে নেই পূর্ণমন্ত্রী, শুধুই ২ প্রতিমন্ত্রী। বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব, মানলেন সুকান্ত মজুমদার।