Modi’s Brigade Rally: যা যা কেড়ে নেওয়া হয়েছে, বাংলার মানুষকে সব ফিরিয়ে দেব: মোদি
ব্রিগেডের (Brigade Parade Ground) মঞ্চ থেকে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘আজ আমি সঙ্কল্প করে এসেছি যে, বাংলার কাছ থেকে যা যা কেড়ে নেওয়া হয়েছে, তা আমি ফিরিয়ে দেব। ভারত যখন স্বাধীনতার ৭৫ বছরে প্রবেশ করছে, তখন বাংলা নতুন উদ্যমে এগিয়ে যাবে। দেশের মতো বাংলার বিকাশের জন্য আগামী ২৫ বছর খুবই গুরুত্বপূর্ণ। এর প্রথম পদক্ষেপ হল এই বিধানসভা নির্বাচন। আগামী ৫ বছরের বিকাশ আগামী ২৫ বছরের বিকাশের আঁধার হবে। তাই শুধু বাংলায় সরকার গঠনের জন্য নয়, বাংলার বিকাশের জন্য ভোট দেবেন। স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে বাংলা আবার দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলা হয়ে উঠবে। কলকাতার ঐতিহ্যের পাশাপাশি ভবিষ্যতের সম্ভাবনা আছে। তাই সিটি অফ জয়-কে সিটি অফ ফিউচার বানানো অসম্ভব নয়’। এনডিএ সরকারের নেতৃত্বে বাংলা ও গোটা দেশের উন্নতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।






















